নিজস্ব সংবাদদাতা : গুজরাটের অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড (ATS) একটি গুপ্তচরবৃত্তির মামলায় দীপেশ গোহেল নামক এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গুজরাট ATS-এর এসপি কে. সিদ্ধার্থ জানান, "গুজরাট ATS সম্প্রতি একটি গুপ্তচরবৃত্তি মামলা নথিভুক্ত করেছে। অভিযুক্ত দীপেশ গোহেল গত তিন বছর ধরে ওখা জেটি-তে কাজ করছিল। সাত মাস আগে, সে সাহিমা নামে এক পাকিস্তানি নারীর সঙ্গে পরিচিত হয়, যিনি পাকিস্তান নৌবাহিনীতে কাজ করেন।"
এসপি আরও বলেন, "সাহিমা পাকিস্তানি কোস্ট গার্ডের জাহাজের নাম জানার জন্য দীপেশ গোহেলকে চাপ দেয়, যদিও এই ধরনের তথ্য প্রকাশ নিষিদ্ধ। দীপেশ তার কাছে নিষিদ্ধ তথ্য সরবরাহ করতে চেয়েছিল।"
এ ঘটনায় রাষ্ট্রের বিরুদ্ধে ফৌজদারি ষড়যন্ত্রের অভিযোগে বিএনএস ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং দীপেশ গোহেলকে গ্রেপ্তার করা হয়েছে।