মহতি উদ্যোগ, মরোণত্তোর চক্ষুদান ৭০ জনের

মরোণত্তোর চক্ষুদান ৭০ জনের।

author-image
Aniket
New Update
d

নিজস্ব প্রতিনিধি: পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের রাধামোহনপুর হাটপাড়া প্রাথমিক বিদ্যালয়ে রাধামোহনপুর ফিনিক্স সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও চক্ষুদান কর্মসূচী আয়োজন করা হল রবিবার।

s

হলদিয়ার চৈতন্যপুরের বিবেকানন্দ মিশন আশ্রম নেত্র নিরাময় নিকেতন-এর সহযোগিতায় এদিন এই শিবিরে প্রায় ২০০ জনের বেশী মানুষ চক্ষু পরীক্ষা করান। তাদের যাবতীয় চিকিৎসা এই ক্যাম্প থেকে করা হয়। পাশাপাশি এই ক্যাম্পেই উপস্থিত ২০০ জনের মধ্যে ৭০ জন মরোণত্তোর চক্ষুদানে নাম লেখান। সমাজে প্রত্যেকটি মানুষ এই উদ্যোগে এগিয়ে আসুক জানান চক্ষুদাতারা।