/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা: নৃশংসতায় স্তব্ধ সোনারপুরের কোদালিয়া কদমতলা এলাকা। চার বছরের এক শিশুকন্যাকে খুনের অভিযোগ উঠল তার নিজের দাদুর বিরুদ্ধে। রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। ঘটনায় গ্রেফতার করা হয়েছে দাদুকে, আটক করা হয়েছে শিশুর দিদা ও পরিচারিকাকেও।
রবিবার সন্ধ্যায় আচমকা এক শিশুর আর্তচিৎকারে চমকে ওঠে গোটা পাড়া। স্থানীয়রা ছুটে গিয়ে দেখতে পান, মাটিতে লুটিয়ে পড়েছে শিশুটি, সর্বাঙ্গে ক্ষতচিহ্ন, রক্তে ভেসে যাচ্ছে ঘর। সঙ্গে সঙ্গে তাকে সুভাষগ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিক তদন্তে পুলিশের সন্দেহ যায় শিশুর দাদুর দিকেই। আটক করে জেরা করা হলে অভিযুক্ত দাদু স্বীকার করেন খুনের কথা। পুলিশ সূত্রে খবর, ধারালো অস্ত্র দিয়ে নিজের নাতনিকে খুন করেছেন তিনি। মানসিক ভারসাম্যহীনতার কারণেই এমন ভয়াবহ কাণ্ড ঘটিয়েছেন বলে প্রাথমিক অনুমান।
ঘটনার পর মৃতদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। পুলিশ খতিয়ে দেখছে, খুনের পেছনে শুধুই মানসিক বিকার নাকি আরও কোনও পারিবারিক বিবাদ ছিল। এলাকাজুড়ে শোক ও ক্ষোভের আবহ—এক দাদু নিজের নাতনিকে খুন করেছেন, এই সত্য কেউই মেনে নিতে পারছেন না।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us