/anm-bengali/media/media_files/2025/05/06/suZq3oJJvHufrGRVpHuN.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: বেশি মূল্যের সরকারি গাছ কম দামে বিক্রি করা হচ্ছে, এমনটাই অভিযোগ উঠেছে খোদ গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। যদিও এই নিয়ে নিশ্চুপ গ্রাম পঞ্চায়েত। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৬ নং জলিমান্দা গ্রাম পঞ্চায়েত এলাকার।
বালিচক থেকে শ্যামচক যাওয়ার রাস্তায় রেল লাইনের ধারে ১৪৮ টি বড় বড় সরকারি গাছ প্রায় ৪ লক্ষ টাকায় বিক্রি করেছে গ্রাম পঞ্চায়েত এটাই অভিযোগ। এলাকাবাসী বিধায়ক এবং কর্মাধ্যক্ষর কাছে অভিযোগ জানিয়েছে যে এই গাছগুলির বাজার মুল্য প্রায় ১০ লক্ষ টাকা। এই নিয়ে প্রকাশ্যে কেউ কিছু না বললেও গোপনে ডেবরার বিধায়ক হুমায়ুন কবীর এবং ডেবরা পঞ্চায়েত সমিতির বন ভূমি কর্মাধ্যক্ষর কাছে অভিযোগ জানিয়েছে অনেকেই। এই বিষয়ে ডেবরার বিধায়ক ডঃ হুমায়ুন কবীর বলেন, "আমাকে অনেকেই গোপনে জানিয়েছে যে গাছগুলির মুল্য আরো বেশি হওয়া উচিত। তাই আমি ফরেস্টকে অনুরোধ করব বিষয়টি খতিয়ে দেখার"। অপরদিকে ডেবরা পঞ্চায়েত সমিতির বন ভূমি কর্মাধ্যক্ষ সৌমেন ঘোষ বলেন, "এরকম একটা ঘটনা ঘটেছে আমি শুনেছি। আমি গ্রাম পঞ্চায়েতের সঙ্গে কথা বলব"।
প্রশ্ন হচ্ছে যে সরকারি গাছ ১০ লক্ষ টাকা দাম হওয়ার কথা সেই গাছ ৪ লক্ষ টাকায় কেন বিক্রি করছে গ্রাম পঞ্চায়েত? শোরগোল পড়েছে ডেবরায়।
/anm-bengali/media/media_files/2025/05/06/0jsNGUFU2GDSDACI9oX0.jpeg)
/anm-bengali/media/media_files/2025/05/06/KlajZpSrXJIroQpPfEEf.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us