পঞ্চায়েত ব্রেকিংঃ আজ রাস্তায় থাকবেন রাজ্যপাল!

সকাল ৭ টা থেকে শুরু হয়ে গিয়েছে পঞ্চায়েত ভোট। সকাল থেকেই একের পর এক অশান্তির খবর সামনে আসছে।

author-image
Aniruddha Chakraborty
New Update
মন

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃআজ উত্তর ২৪ পরগনা এবং নদিয়ায় পঞ্চায়েত ভোট দেখতে যাবেন  রাজ্যপাল সিভি আনন্দ বোস। গতকাল রাতেই এই মর্মে রাজভবনের তরফে থেকে চিঠি পাঠানো হয়েছে সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে। 

সন্ত্রাসমুক্ত ভোটকে নিশ্চিত করতে রাজ্যপাল বলেন, 'আজ আমি রাস্তায় থাকব। মানুষের স্বার্থেই আমি থাকব। এই পিস রুম আগের রাজভবনের পিস রুমের মতো নয়। আমি মানুষের জন্য রাস্তায় থাকব আমার অ্যাকশন নিয়ে।'