ডেবরায় রাজ্যপাল সিভি আনন্দ বোস! অসুস্থ নাকি?

কি করলেন তিনি সেখানে?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-03-06 at 1.38.55 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: আজ ঝাড়গ্রাম যাওয়ার পথেই হঠাৎ করেই পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা পথের সাথীতে উপস্থিত হলেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস।

governor

এদিন রাজ্যপাল ডেবরা পথের সাথীতে প্রায় ১০ মিনিটের বেশী থাকেন। পথের সাথীতে গরম জল নিয়ে ঝাড়গ্রামের উদ্দেশ্য রওনা দেন। বিকেলে আবার তিনি পথের সাথীতে যাবেন বলে জানা গিয়েছে। পথের সাথীর কর্মীরা জানান যে তাঁকে দেখে কিছুটা অসুস্থ বলে মনে হচ্ছিল।