New Update
/anm-bengali/media/media_files/tipfBVLIk6OuWi9AAg9y.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: আজ চোপড়াতেই আছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। কেননা চোপড়ার নিহত শিশুদের পরিবারজনের সাথে দেখা করছেন তিনি। উত্তর দিনাজপুরের চোপড়ার চেতনাগাছ-এ মৃত শিশুদের পরিবারের সঙ্গে এদিন কথা বলেন রাজ্যপাল। রাজ্যপালকে এদিন দেখে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। তাঁর পায়ের সামনে বসে বিচায় চেয়েছেন তারা।
/anm-bengali/media/media_files/q7O6fMh6I0Y7qJRc2CDV.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us