সরকারি সম্পত্তি ব্যক্তিগত কাজে, নির্বিকার প্রশাসন!

পাম্পের পানীয় জল এক ব্যক্তির বাড়ির ট্যাঙ্কে উঠছে৷

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-04-10 at 15.13.00

File Picture

নিজস্ব সংবাদদাতা: সরকারি পাইন লাইনের জল সরাসরি উঠছে ব্যক্তিগত ট্যাঙ্কে। আবার কেউ ভরাট করছে পুকুর। ডেবরার দুই জায়গায় দুই ধরনের ছবি এবার সামনে এলো। যা নিয়ে চাপা উত্তেজনা ছড়ালো এলাকায়।

বেশ কয়েকদিন ধরেই পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের শালকুঠি এলাকায় সরকারি পানীয় জল এক ব্যক্তির বাড়ির ট্যাঙ্কে উঠছে। এমনকি জলের শাওয়ারও ব্যবহার হচ্ছে ওই জলেই। এই খবর গত কয়েকদিন ধরে ওই এলাকায় গুঞ্জন ছড়াচ্ছিল। তারপর আজ লক্ষ্য করা গেল সেই ছবি। গ্রাম পঞ্চায়েতের বসানো সাবমার্সিবাল পাম্পের পানীয় জল এক ব্যক্তির বাড়ির ট্যাঙ্কে উঠছে৷ এ বিষয়ে ওই ব্যক্তি জানান তিনি প্রধান এবং বেনিফিশারী কমিটিকে জানিয়েই এই কাজ করেছেন। যদিও গ্রাম পঞ্চায়েত সদস্য জানান এই বিষয়টি তাঁর নজরেও এসেছে। বিষয়টি খতিয়ে দেখবেন তিনিও। 

m457ui

অপরদিকে ডেবরা ব্লকেরই দ্বারপাড়া এলাকায় পানীয় জলের ট্যাপের মুখে পাইপ লাগিয়ে পুকুরে জল নেওয়ায় ছবিও সামনে আসছে। যদিও এই বিষয়ে কারোর মুখে কোনো উত্তর নেই। 

ডেবরার দুই জায়গায় সরকারি জলকে ব্যক্তিগত ভাবে কাজে লাগানোর অভিযোগে কী ব্যবস্থা নেয় প্রশাসন, সেটাই এখন দেখার বিষয়।