New Update
/anm-bengali/media/media_files/2025/04/26/oQwL4c8y6YWjhj5o2YLX.png)
নিজস্ব প্রতিনিধি: জয়েন্ট বিডিওর নাম করে গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধানদের ফোন, মোটা টাকা দিলেই মিলবে সরকারি চাকরি। চাঞ্চল্যকর ঘটনা পাঁশকুড়া ব্লকে। পাঁশকুড়া ব্লকের জয়েন্ট বিডিও পলাশ পোদ্দার তার অভিযোগ যে, পাঁশকুড়া ব্লকের গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধানদের কাছে তার নাম করে ফোন করছে কেউ বা কারা। ফোনের ওপার থেকে বলছেন মোটা টাকা দিলেই মিলবে সরকারি চাকরি। প্রধান উপপ্রধানদের নামেই চাকরি এসেছে। আপনারাও করতে পারেন বা আপনার আত্মীয় পরিজনকেও দিতে পারেন। দ্রুত টাকা দিন জেলা শাসকের দপ্তরে গিয়ে নাম পাঠাতে হবে। যদিও গ্রাম পঞ্চায়েত প্রধানরা বিডিওর দারস্ত হয় তারপরে বিষয়টা জানতে পেরে জয়েন্ট বিডিও পলাশ পোদ্দার পাঁশকুড়া থানাতে লিখিত অভিযোগ জানায়।
/anm-bengali/media/post_attachments/17019c42-d69.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us