/anm-bengali/media/media_files/2025/06/18/WhatsApp Image 2025-06-18-6fdd1f2a.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা বিধানসভার মানুষজনের দীর্ঘ দিনের দাবি ছিল ডেবরা থেকে একটি সরকারি বাস চালু করা হোক কলকাতার জন্য। সকালে ডেবরার উত্তর দিকের চারটি গ্রাম পঞ্চায়েত এবং ডেবরার দক্ষিণ দিকের গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে বহু মানুষ কলকাতা রুটে কাজে যোগ দিতে যায়। কেউ নবান্ন, কেউ স্বাস্থ্য ভবন, কেউ সাঁতরাগাছি, কেউ বা আবার বাগনান আর অনেকেই আবার যায় কলকাতায় পিজিতে চিকিৎসা করাতে। তাদের জন্য খুবই উপযোগী হবে এই বাস। বিধায়ক হওয়ার পরই হুমায়ুন কবীর জানিয়েছিলেন তিনি একটি সরকারি বাস পরিষেবা চালু করবেন। তাই শেষমেশ এই বাসের ব্যবস্থা করলেন। মঙ্গলবার বিকেলে ফিতে কেটে এর উদ্ধোধন হল। আর এক-দুই দিনের মধ্যেই জানিয়ে দেওয়া হবে বাসের টাইম টেবিল। ডেবরার টাবাগেড়্যা বাসস্ট্যান্ড থেকে এই বাস ছাড়া হবে এবং পুনরায় ওই দিনই কলকাতা থেকে বাস ছাড়া হবে। এদিনের উদ্ধোধনী অনুষ্ঠানে বিধায়ক হুমায়ুন কবীর ছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন কর্পোরেশন- এর চেয়ারম্যান সুভাষ মন্ডল, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তি টুডু, ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সীতেশ ধাড়া, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সেখ সাবির আলি, প্রাণী কর্মাধ্যক্ষ মৌসুমী মন্ডলসহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে আসা নেতৃত্বরা। এদিনের অনুষ্ঠানে সবাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন এই বাস উপহার দেওয়ার জন্য।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/06/18/mlakabir-f1f5c371.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us