/anm-bengali/media/media_files/2025/08/27/wb-mld-01-ugb-convocation-7203520_30012025134917_3001f_1738225157_747-2025-08-27-17-13-55.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পবিত্র চট্টোপাধ্যায়কে পদ থেকে সরিয়ে দিলেন রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস। দুর্নীতি এবং কর্তব্যে গাফিলতির অভিযোগের ভিত্তিতেই এই সিদ্ধান্ত বলে রাজভবন সূত্রে খবর। বিশেষ করে, আসন্ন ২৫ অগস্টের সমাবর্তন অনুষ্ঠান আয়োজন করতে ব্যর্থ হওয়াকেই বড় কারণ হিসেবে দেখা হচ্ছে।
এটি কোনও নতুন অভিযোগ নয়। এর আগেও গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি, নথি ও উত্তরপত্র চুরি, হিসাব বহির্ভূত খরচ সহ একাধিক অভিযোগ সামনে এসেছে। এমনকি এই বিশ্ববিদ্যালয়ের একাধিক অধ্যাপক ও আধিকারিক দুর্নীতিতে নাম জড়িয়ে দীর্ঘদিন সাসপেন্ড অবস্থায় ছিলেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/Fd4MUi5gKedJxC8TZCMW.jpg)
সেই বিশ্ববিদ্যালয়ের ক্রমাগত দুর্নীতির অভিযোগ ঘিরে রাজ্যপাল বহুবার সরব হয়েছেন। বিজেপিও এই ইস্যুতে রাজ্যপালের দ্বারস্থ হয়। এমনকি রাজ্যের উচ্চ শিক্ষা দফতরও তদন্তে প্রতিনিধিদল পাঠিয়েছিল। সেই দলের অংশ ছিলেন উপাচার্যও। তবে শেষ পর্যন্ত তাঁর বিরুদ্ধেই অভিযোগের পাহাড় জমে ওঠে।
এবার গোটা ঘটনার প্রেক্ষিতে রাজ্যপালের নির্দেশে উপাচার্য পবিত্র চট্টোপাধ্যায়কে অপসারণ করা হল। তবে এই সিদ্ধান্ত নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানাননি তিনি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us