New Update
/anm-bengali/media/media_files/Zm2nzvAohORUAnKq8ZNs.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃ মালদহে মালগাড়ি লাইচ্যুত হওয়ার খবর পাওয়া গেছে। জানা গিয়েছে, শুক্রবার অর্থাৎ আজ সকালে এই ঘটনা ঘটে। তেলবোঝাই মালগাড়িটির পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে যায় বলে খবর। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের কুমেদপুরের ঘটনা। এনজিপি থেকে কাটিহার যাওয়ার পথে কুমেদপুরে লাইনচ্যুত হয়ে পড়ে পাঁচটি বগি। ঘটনার পর চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
/anm-bengali/media/media_files/lr6pwdC7ewEXIfmfJc0T.jpg)
সূত্রে খবর, ইতিমধ্যে কাটিহার ডিভিশন থেকে রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। আজ সকাল পৌনে ১১টার সময় তেলবোঝাই মালগাড়িটি খুরিয়াল ও কুমেদপুর স্টেশনের মাঝে বেলাইন হয়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us