মালগাড়ি ও ডাম্পারের সংঘর্ষ, যানজট এলাকায়

রেললাইনের উপর থেকে কয়লা সরিয়ে যান চলাচল স্বাভাবিক হয়।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-04-18 at 17.18.32

File Picture

হরি ঘোষ, পাণ্ডবেশ্বর: মালগাড়ি ও ডাম্পারের সংঘর্ষ, যার জেরে যানজট এলাকায়। শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটে পাণ্ডবেশ্বর সাউথ শ্যামলা সাইডিং এর কাছে। যার জেরে যানজটের সৃষ্টি হয়। 

উল্লেখ্য পাণ্ডবেশ্বরের সাউথ শ্যামলা সাইডিং-এ প্রতিনিয়ত চলছে কয়লা বোঝাই ডাম্পার। সেই মতো আজও কয়লা বোঝাই ডাম্পারগুলি খনি থেকে কয়লা নিয়ে রেল সাইডিং-এ আসছিল। শুক্রবার সাড়ে দশটা নাগাদ গেট বিহীন রেল ক্রসিং পার করতে গেলে মালগাড়ির সঙ্গে সংঘর্ষ হয় কয়লা বোঝাই ডাম্পারের। যদিও এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সৌভাগ্য বসত এই রেললাইনটি দিয়ে শুধুমাত্র ইসিএলের কয়লা পরিবহন হয়। এই লাইনের উপর দিয়ে কোনও যাত্রীবাহী ট্রেন চলাচল করেনা, নইলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারতো।

এই ঘটনায় কয়েকটন কয়লা ডাম্পার থেকে রাস্তায় পড়ে যাওয়ার কারণে সেগুলি সরাতে বেশ কিছুক্ষণ সময় লাগে যার জেরে যানজটের সৃষ্টি হয়। পরে রেললাইনের উপর থেকে কয়লা সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।