খুশীর খবর ! খুব শীঘ্রই বাংলায় চালু হতে চলেছে দুটি নতুন কয়লা খনি

বাংলার জন্য খুশীর খবর।

author-image
Adrita
আপডেট করা হয়েছে
New Update
দ

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ বাংলার মাটিতে পাওয়া গিয়েছে নতুন দুটি কয়লা খনির সন্ধান। এই খবরে খুশী বঙ্গবাসী। সূত্র মারফত জানা গিয়েছে যে, বীরভূমের বিভিন্ন জায়গায় এই খনির খোঁজ পাওয়া গিয়েছে। রাজ্য সরকার তাই এই জেলাতে দুটি নতুন কয়লা খনি খোলার ব্যবস্থা করছে। 

Coal ( koyla ) at Rs 6000/ton | bio coal in Guwahati | ID: 19008242655

সুত্রব মারফত আরও জানা গিয়েছে যে, এই কয়লা খনি চালু হলে বাংলার মানুষদের জন্য আরও বেশি পরিমাণে কয়লার যোগান দেওয়া সম্ভব হবে। এর পাশাপাশি বহু লোকের জীবিকারও সংস্থান হবে। 

India's mining-affected communities are using art and music to express  their rage

Add 1