/anm-bengali/media/media_files/2025/08/22/whatsapp-image-2025-08-22-at-182116-2025-08-22-20-49-46.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: মহারাষ্ট্রের পুনের একটা সোনার দোকানে কর্মরত এক কর্মী গত চার মাস আগে দোকান থেকে প্রায় ২৫০ গ্রাম সোনা নিয়ে চম্পট দেয়। দোকান মালিকের অভিযোগে ভিত্তিতে তদন্ত শুরু করে মহারাষ্ট্রের পুনের রবিবারপেট থানার পুলিশ।
এরপর মহারাষ্ট্র পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অন্ডাল কাজোরার রামা মেটাল উদ্যোগ নামে একটা বেসরকারি কারখানা থেকে গ্রেপ্তার করে পূর্ণ মণ্ডল(৪৮) নামে বীরভূমের পাইকর থানা এলাকার পাইকর মাল পাড়ার বাসিন্দাকে। চুরি করে আনা সোনা কোথায় আছে সমস্ত কিছু জানতে অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।
উল্লেখ্য অভিযুক্ত ব্যক্তি পূর্ণ মণ্ডল মহারাষ্ট্রের রবিবারপেট থানা এলাকার একটা সোনার দোকানে কাজ করতো। গত চার মাস আগে দোকান থেকে প্রায় আড়াইশো গ্রাম সোনা নিয়ে চম্পট দেয় পূর্ণ বলে অভিযোগ। দোকান মালিকের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে মহারাষ্ট্রের পুনের রবিবারপেট থানার পুলিশ।
/anm-bengali/media/post_attachments/4bbee6af-028.png)
অভিযুক্ত ব্যক্তি বিগত দুমাস ধরে অন্ডালের কাজোড়ার রামা মেটাল উদ্যোগ নামে একটা বেসরকারি কারখানায় নিরাপত্তা রক্ষী হিসাবে কাজ করছিল। সেখানে অন্ডাল থানার পুলিশের সহায়তায় মহারাষ্ট্রের পুনের রবিবারপেট থানার পুলিশ ওই কারখানা থেকেই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে।
প্রশ্ন উঠছে যে বেসরকারি কারখানায় অভিযুক্ত এতদিন ধরে নিরাপত্তা রক্ষী হিসেবে কাজ করছিল, সেই কারখানা কর্তৃপক্ষ কিভাবে একজন ব্যক্তির সম্পূর্ণ বায়োডাটা না নিয়ে তাকে কাজের নিয়োগ করেছে? আপাতত এই সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us