শরীর জুড়ে সোনা! বিএসএফের হাতে আটক ১

সোনা পাচার করতে গিয়ে বিএসএফের হাতে আটক যুবক। সাইকেলে করে হাকিমপুর চেকপোষ্টে আসতেই নজরে পড়ে ১১২ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের। যুবককে জিজ্ঞাসাবাদ করতেই মেলে অসঙ্গতি। তারপরই শুরু হয় তল্লাশি।

author-image
Pallabi Sanyal
New Update
gold

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা : অভিনব কায়দায় সোনা পাচার! শরীরে বিভিন্ন অংশে বাঁধা সোনার বিস্কুট। তবে তা পাচারের আগেই বিএসএফের হাতে ধরা পড়ে গেল পাচারকারী।  মোট ১০ টুকরো সোনার বিস্কুট উদ্ধার করা হয়েছে যুবকের শরীর থেকে। সোনার ওজন প্রায় ১ কেজি ২০০ গ্রাম। বাজার মূল্য প্রায় ৭৫ লাখ টাকা। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার বিথারী হাকিমপুর চেকপোস্টে ঘটেছে ঘটনাটি।  বিএসএফের হাতে ধরা পড়া যুবকের নাম আল মামুদ (২৫)।স্বরূপনগরের স্বরূপদহ গ্রামের বাসিন্দা। সাইকেলে করে হাকিমপুর চেকপোষ্টে আসতেই নজরে পড়ে ১১২ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের। যুবককে জিজ্ঞাসাবাদ করতেই মেলে অসঙ্গতি। তারপরই শুরু হয় তল্লাশি। আর তখনই দেখা যায় যুবকের শরীর জুড়ে সোনার বিস্কুট। ঘটনার নেপথ্যে কোনো আন্তর্জাতিক পাচার চক্রের যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বুধবার যুবককে পেশ করা হল আদালতে। কীভাবে সীমান্তে চোরাচালান সম্ভব, তা নিয়ে উঠছে প্রশ্ন।

ad.jpg