/anm-bengali/media/media_files/2025/09/16/whatsapp-image-2025-09-15-2025-09-16-14-58-24.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: কোটি কোটি টাকা আর্থিক তছরূপের অভিযোগে আদালতের নির্দেশে সিল করা হল সোনার দোকান। ঘটনা পশ্চিম মেদিনীপুরের বেলদার।
ডিএন ব্রাদার্স নামক স্বর্ণ বিক্রির দোকানের মালিকের নামে কোটি কোটি টাকা আর্থিক তজরূপের অভিযোগ উঠেছিল। জানা যায়, দোকানে পুরোনো সোনার গয়নার পরিবর্তে নতুন সোনার জিনিস বানাতে দিয়ে যাওয়া একাধিক ব্যক্তির সোনা ফেরত দিতে পারেননি ওই ব্যবসায়ী। সোনা গয়না চাইতে এলে একাধিক অজুহাত দেখান দোকানের মালিক। এরপর বেশ কিছুদিন আর দোকানে আসতে দেখা যায়নি মালিককে। দোকান বন্ধ ছিল আর বাড়িতে গিয়েও দেখা মেলেনি স্বর্ণ ব্যবসায়ীর। বাড়ি এবং দোকান বন্ধ করে পালিয়ে গিয়েছেন ওই স্বর্ণ ব্যবসায়ী বলে অভিযোগ। সোমবার আদালতের নির্দেশে বিডিও কৌশিক প্রামাণিকের উপস্থিতিতে পুলিশি সহযোগিতায় সিল করে দেওয়া হল ওই স্বর্ণ ব্যবসায়ীর দোকান।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/09/16/whatsapp-image-2025-09-15-2025-09-16-14-58-36.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us