সোনা জিতল খড়গপুরের 'সোনা মেয়ে' আকৃতি মন্ডল

বয়স তার ৮ বছর। আর এই বয়সেই ঘরে এনেছে সোনা। খড়গপুরের এই ছোট্ট মেয়েটি বয়সে ছোট হলে কী হবে, তার ভরপুর উদ্যম এবং উচ্চাকাঙ্ক্ষা স্যালুট পাওয়ার যোগ্য।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2023-08-05 at 8.24.37 PM

নিজস্ব প্রতিনিধি: গত ৩০ জুলাই কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল সপ্তম আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় ভারতের হয়ে স্বর্ণপদক পায় ৮ বছরের আকৃতি মণ্ডল। হাওড়া জেলার খড়গপুর ২ নম্বর ব্লকের কান্দোয়া গ্রামের বাসিন্দা আকৃতি মণ্ডল। সপ্তম আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে স্বর্ণপদক অর্জন করায় খুশি পরিবারের লোকজন থেকে আত্মীয়-স্বজন সবাই। বর্তমানে পরবর্তী প্রতিযোগিতার জন্য বাড়িতে থেকে প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে ছোট্ট আকৃতি মণ্ডল।