/anm-bengali/media/media_files/2025/08/28/whatsapp-image-2025-08-28-2025-08-28-17-09-48.jpeg)
নিজস্ব প্রতিনিধি, সাঁকরাইল: কোয়েল বর। বয়স মাত্র ১৭ বছর। গতকাল আমেদাবাদে অনুষ্ঠিত কমনওয়েলথ ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপে ৫৩ কেজি বিভাগে জোড়া সোনার পদক জিতেছে। টিভিতে এই খবর দেখে আপ্লুত বাবা-মা এবং প্রতিবেশীরা। তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন ঘরে ফেরে সোনার মেয়ে।
সাঁকরাইলের ধুলোগড়ের ব্যানার্জি পাড়ায় কোয়েল বরের বাড়ি। তার বাবা মিঠুন বরের মুরগির মাংসের দোকান। বাড়িতে সেই অর্থে কোনও আর্থিক স্বচ্ছলতা নেই। মিঠুন একটা সময় ওয়েটলিফটিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু নিজে তিনি ওই খেলায় বিশেষ সাফল্য পাননি। তাও খেলার প্রতি ভালবাসা থেকেই ছেলে-মেয়েকে ওয়েটলিফটিংয়ে এগিয়ে দেন। কোয়েল ২০১৮ সাল থেকে পাঁচলার দেউলপুরে কোচ অষ্টম দাসের তত্ত্বাবধানে ওয়েটলিফটিং শুরু করে। প্রথমে জেলা, তারপর রাজ্য এবং পরে জাতীয় পর্যায়ের একাধিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বেশিরভাগ প্রতিযোগিতায় সে সোনা জেতে। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে পাতিয়ালার জাতীয় ক্যাম্পে সে নির্বাচিত হয়। তারপর থেকে সে ওখানেই পড়াশোনার সঙ্গে প্র্যাকটিস চালিয়ে যায়। বর্তমানে সে দশম শ্রেণীর ছাত্রী। মঙ্গলবার আমেদাবাদে অনুষ্ঠিত কমনওয়েলথ ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপে ৫৩ কেজি বিভাগে রেকর্ড ওজন তুলে দুটি সোনার পদক জেতে সে। যখন সে প্রতিযোগিতার মঞ্চে ওজন তুলছেন তখন তার বাবা-মা এবং প্রতিবেশীদের চোখ টিভির পর্দায় এবং মোবাইলে। কোয়েল ৫৩ কেজি বিভাগে আগের ১৮৮ কেজির রেকর্ড ভেঙে ১৯২ কেজি ওজন তোলে। এর মধ্যে স্নাচে ৮৫ কেজি, ক্লিন এবং জারকে ১০৭ কেজি ওজন তোলে। ইউথ এবং জুনিয়ার দুই বিভাগেই সোনা জয় তার।
কোয়েলের সাফল্যের সংবাদ চারদিকে ছড়িয়ে পড়তেই আত্মীয়স্বজন এবং প্রতিবেশীরা তার বাড়িতে সকাল থেকেই ভিড় জমাতে শুরু করেন। তারা প্রত্যেকেই আনন্দে আপ্লুত। তার মা শ্রাবন্তী বর বলেন, "আমি চাই মেয়ে খেলাধুলায় আরো সাফল্য পাক। ও পটলের তরকারি এবং ইলিশ মাছ খেতে ভালোবাসে। ক্যাম্পে ওসব পায় না। বাড়িতে এলে ওর জন্য ওই পদগুলো রাঁধব"। বাবা মিঠুন বর বলেন, "আমি ওয়েটলিফটিং- এর চর্চা করতাম। তবে তেমন কিছু সাফল্য পাইনি। তাই মেয়ে এবং ছেলেকে এই খেলায় নিয়ে আসি। গতকাল ওর পারফরমেন্স দেখেছি। রাতেও ও ফোন করেছিল। খুব ভালো লেগেছে। আমি চাই আন্তর্জাতিক পর্যায়ে ও আরো এগিয়ে যাক"। এদিকে প্রতিবেশীরা তাকে ঘিরে স্বপ্ন দেখতে শুরু করেছেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/28/whatsapp-image-2025-08-28-2025-08-28-17-10-08.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us