১৫ জনের কন্যাযাত্রী যাওয়াই হল কাল- এই ঘটনা গায়ে কাটা দেবে

কন্যাযাত্রী যাওয়াই হল কাল।

author-image
Aniket
New Update
ভিজা

নিজস্ব প্রতিনিধি: দুর্ঘটনার কবলে কন্যাযাত্রী বোঝাই পিকআপ ভ্যান। আহত প্রায় ১৫ জন। শনিবার ঘটনাটি ঘটেছে বান্দোয়ান গালুডি রাজ্য সড়কের কুঁচিয়া এলাকায়।

দফা

বিয়ে বাড়ি থেকে ফেরার পথে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে কন্যাযাত্রী বোঝাই পিকআপ ভ্যানটি ধাক্কা মারে একটি মাটির বাড়িতে, আহত প্রায় ১৫ এর বেশি। আহতদের তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। মাটির বাড়ির অনেকখানি অংশ ভেঙ্গে গেছে অন্যদিকে গাড়িটির সামনের বেশকিছু অংশ ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।