/anm-bengali/media/media_files/S9UO273bPlJ6uGg8y2vB.jpg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: এবার প্রচারে এসে তৃণমূলের ক্ষোভের মুখে পড়লেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। তাঁকে দেখে গো ব্যাক স্লোগান দেওয়ার সঙ্গে কালো জামা নেড়ে ক্ষোভ দেখায় তৃণমূলের কর্মী-সমর্থকেরা।
/anm-bengali/media/media_files/4EEf6SOtmm0jMsXcOssx.jpg)
মূলত নির্দিষ্ট কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনে নির্বাচনী প্রচারে যান বিজেপি প্রার্থী তথা আসানসোলের বিধায়িকা অগ্নিমিত্রা পল। তিনি কর্মী-সমর্থকদের নিয়ে হুডখোলা গাড়িতে করে প্রচার করতে যান দাঁতন এলাকায়। প্রচারে যাওয়ার সময়ে দাঁতনের কুসমি এলাকায় ক্ষোভের মুখে পড়েন তিনি। রাস্তার ধারে দাঁড়িয়ে তৃণমূলের দলীয় ঝান্ডা ও কালো পতাকা হাতে নিয়ে বেশ কয়েকজন তৃণমূল সমর্থিত মহিলা দলীয় স্লোগান দিতে থাকে। কয়েকজন কালো জামা খুলে নেড়ে তাঁকে দেখে গো ব্যাক স্লোগান দেয়। যদিও বিজেপি প্রার্থী এই ঘটনায় গাড়ি না থামিয়ে পাশ দিয়ে হাত নাড়তে নাড়তে এগিয়ে যান। এই ঘটনায় পাল্টা বিজেপি কর্মী-সমর্থকরাও স্লোগান দিতে থাকে যা নিয়ে কিছুক্ষণের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট এলাকায়।
/anm-bengali/media/post_attachments/8d319ad87939c8150d11b296b814c978fe646f0bca5d9ba491d5a6ac0aabbdb1.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us