গরমে ওআরএস-গ্লুকোজই ভরসা! শরীর ঠান্ডা রাখতে রয়েছে ভুট্টাপাতা-ঘাস-ছোলাও

চিকিৎসকদের পরামর্শে সকালবেলায় বল্লভপুর অভয়াণ্যের হরিণদের ছোলা, ভুট্টা গুঁড়ো, জলের মাধ্যমে খাওয়ানো হচ্ছে ওআরএস। দেওয়া হচ্ছে ভুট্টা পাতাও।

author-image
Pallabi Sanyal
New Update
বল্লভপুর অভয়াণ্য

বল্লভপুর অভয়াণ্য

নিজস্ব সংবাদদাতা : কলকাতার তুলনায় পার্শ্ববর্তী জেলাগুলির তাপমাত্রা ২-৩ ডিগ্রি বেশি। বীরভূমে এক ধাক্কায় পারদ পৌঁছিয়েছে ৪৫ ডিগ্রিতে। অস্বস্তিকর গরমে যেমন কষ্ট পাচ্ছে মানুষ, তেমনই কেষ্ট হচ্ছে পশু-পাখিদেরও।শান্তিনিকেতনের বল্লভপুর অভয়াণ্যের হরিণের খাদ্য তালিকায় তাই যোগ করা হল গ্লুকোজ ও ওআরএস। সেই সঙ্গে ঘন ঘন পরিবর্তন করে দেওয়া হচ্ছে পানীয় জল।  চিকিৎসকদের পরামর্শে সকালবেলায় বল্লভপুর অভয়াণ্যের হরিণদের ছোলা, ভুট্টা গুঁড়ো, জলের মাধ্যমে  খাওয়ানো হচ্ছে ওআরএস। দেওয়া হচ্ছে ভুট্টা পাতাও।