সদ্যজাত কন্যা সন্তানকে খুনের চেষ্টায় ধৃত খোদ ঠাকুমা

সদ্যজাতকে খুনের চেষ্টা করলো নিজের ঠাকুমা।

author-image
Debjit Biswas
New Update
WhatsApp Image 2025-11-02 at 5.46.21 PM

UUUU

নিজস্ব সংবাদদাতা : সদ্যজাত কন্যা সন্তানকে খুনের চেষ্টার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ঝাড়গ্রামে। জানা গেছে ঘটনাটি ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর দুই নম্বর ব্লকের বেলিয়াবেড়া থানার অন্তর্গত তালগ্রামের ঘটনা। অভিযোগ, কন্যা সন্তান জন্মানোর অপরাধে সদ্যজাত শিশুর মুখে বিষ ঢেলে খুনের চেষ্টা করেছেন তারই ঠাকুমা। বেলিয়াবেড়া থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ঠাকুমা মালা মল্লিককে গ্রেফতার করেছে বেলিয়াবেড়া থানার পুলিশ। ধৃতকে আজ, অর্থাৎ রবিবার দুপুরে ঝাড়গ্রাম আদালতে তোলা হলে মহামান্য বিচারক ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। 

এই ঘটনায় গোটা এলাকা জুড়ে তীব্র নিন্দা ও চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, মাত্র ১৬ বছর বয়সে গ্রামেরই এক ২২ বছরের যুবকের সঙ্গে পালিয়ে বিয়ে করেছিল ওই নাবালিকা। কিছুদিন চেন্নাইয়ে থাকার পর অন্তঃসত্ত্বা অবস্থায় ফিরে আসে বাপের বাড়িতে। সম্প্রতি এক কন্যা সন্তানের জন্ম দেয় সে। পরে নবজাতককে নিয়ে শ্বশুরবাড়িতে গেলে শুরু হয় মানসিক নির্যাতন। পরিবারের অভিযোগ, “ছেলে নয়, মেয়ে সন্তান জন্ম দিয়েছে”— এই কারণেই ক্ষিপ্ত হয়ে ওঠেন শাশুড়ি এবং সদ্যজাত শিশুর মুখে বিষ ঢেলে দেন বলে অভিযোগ।

digbijay da add

এরপর আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে প্রথমে তপসিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতাল হয়ে, ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, পেট ওয়াশের পরেও ওই শিশুটি তীব্র শ্বাসকষ্ট ও খিঁচুনিতে ভুগছে। বর্তমানে হাসপাতালে শিশুটি সঙ্কটজনক অবস্থায় চিকিৎসাধীন। ঘটনার খবর পেয়ে রাতেই হাসপাতালে পৌঁছে তদন্ত শুরু করে ঝাড়গ্রাম জেলা পুলিশ। অন্যদিকে অভিযুক্তের শাস্তির দাবিতে সরব হয়েছেন এলাকার বাসিন্দারা।