/anm-bengali/media/media_files/2025/07/31/whatsapp-image-2025-07-31-2025-07-31-18-45-11.jpeg)
নিজস্ব প্রতিনিধি, রাধানগর: ভোরের আলো ফুটতেই পুকুরে হুলুস্থুলু কাণ্ড। দেখা গেল কুমির। গোটা পুকুর জাল দিয়ে ঘিরে ফেলে বনকর্মীরা। এলাকাবাসীরা পুকুরের চারদিকে ভিড় জমায়। বনকর্মীরা পুকুরে নেমে জাল দিয়ে বেশ কয়েক ঘণ্টার প্রচেষ্টায় ধরে ফেলে দৈত্যাকার কুমির। কুমির দেখতে ভিড় এলাকাবাসীদের। কুমিরটির দৈর্ঘ্য আনুমানিক ৫ থেকে ৬ ফুট।
প্রসঙ্গত, গতকাল বিকেলে দক্ষিণ ২৪ পরগনার কুলপি থানার অন্তর্গত রাধানগর গ্রামে রামকিশোর গ্রাম পঞ্চায়েতের সামনে গোপাল হালদারের পুকুরে একটি দৈত্যাকার কুমির হুগলি নদী থেকে চলে আসে। এই ঘটনার পর থেকে এলাকায় কুমিরকে ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় কুলপি থানাতে। ঘটনাস্থলে পৌঁছয় কুলপি থানার পুলিশ। এছাড়াও কুমিরটিকে ধরতে ঘটনাস্থলে পৌঁছয় উস্তি বন দফতরের বন কর্মীরা। মঙ্গলবার রাতে বেশ কয়েক ঘন্টা ধরে কুমিরটিকে জাল বন্দি করার চেষ্টা চালালেও সেই চেষ্টা বিফলে চলে যায়। অবশেষে সকালের অপেক্ষায় ফিরে যায় বন কর্মীরা। বুধবার সকালে গোপাল হালদারের পুকুর থেকে কুমিরটি প্রতিবেশী এক ব্যক্তির পুকুরে চলে যায়। এরপর রামগঙ্গা বন দফতরের বনকর্মীরা ও উস্তি বন দফতরের বনকর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় ঘটনাস্থলে পৌঁছয় এবং কুমিরটিকে ধরার জন্য গোটা পুকুর জাল দিয়ে ঘিরে ফেলে। এরপর সফল হয় তারা। কুমিরটি ধরা পড়ায় কার্যত আতঙ্ক মুক্ত হল গোটা এলাকার মানুষ। এলাকাবাসী জানায় যে গতকাল থেকে কুমিরের আতঙ্কে দু চোখের পাতা এক করতে পারেনি। সারারাত প্রায় জেগেই বসে ছিল তারা। আজ যখন বনকর্মীরা আসে তারা অনেকটাই ভরসা পায়।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/31/screenshot-2025-07-31-175043-2025-07-31-17-51-04.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us