অভিষেকের কনভয়ের সামনে ঝাঁপ, শুয়ে পড়লেন রাস্তায়! সাসপেন্ড TMC নেতা

এবার আবার প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ির সামনে এসে নেতার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন আরেক নেতা। রীতিমতো গালাগালি দিতে থাকেন তিনি।

New Update
TMC FLAG

নিজস্ব সংবাদদাতাঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ির সামনে ঝাঁপ দিয়ে কনভয় আটকানোর চেষ্টা করে প্রকাশ্যেই দলের নেতার বিরুদ্ধে বিষোদগার। একের পর এক দলবিরোধী কাজের জেরে ঘটনাস্থলেই ঘাটালের এক তৃণমূল নেতাকে সাসপেন্ড করার নির্দেশ দিয়ে দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশে ঘাটাল ব্লক তৃণমূল সভাপতি দিলীপ মাজি অভিযুক্ত নেতাকে সাসপেন্ড করলেন। তাঁর আরও দুই সহযোগীকে শোকজ করা হচ্ছে।

রবিবার রাত সাড়ে ন’টা নাগাদ যখন অভিষেক বীরসিংহ গ্রামে বিদ্যাসাগরকে শ্রদ্ধা জানিয়ে ঘাটালে ফিরছিলেন তখন অভিযুক্ত তিন তৃণমূল কর্মী ঘাটাল চন্দ্রকোণা রাজ‌্য সড়কের জলসরায় অভিষেকের কনভয় আটকে দেন। ওই তিন তৃণমূল নেতা হলেন ঘাটালের মুলগ্রাম বুথের সভাপতি সোলেমান আলি, বীরসিংহ অঞ্চল তৃণমূলের সম্পাদক শেখ আবদুল রশিদ ও ঘাটাল ব্লক তৃণমূলের আইটি সেলের কর্মী দীপঙ্কর ঘোষ। জানা গেছে যে শেখ শোলেমেন আলির নেতৃত্বে এই তিন তৃণমূল নেতা হঠাৎ অভিষেকের গাড়ির সামনে ঝাঁপিয়ে পড়ে রাস্তায় শুয়ে পড়েন। চালক কোনওমতে গাড়ি দাঁড় করান। ওখানেই ঘাটাল ব্লক তৃণমূল সভাপতি দিলীপ মাজিকে গালাগাল দিতে থাকেন সোলেমান।