/anm-bengali/media/media_files/2025/08/08/whatsapp-image-2025-08-08-at-172407-2025-08-08-18-57-38.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: আগামী ২৮ অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। তার আগে প্রত্যেক জেলায় জেলায় শুরু হয়েছে প্রস্তুতি বৈঠক। বৃহস্পতিবার বিকেলে ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হল কেশপুর ক্ষুদিরাম অডিটোরিয়াম হলে।
সেখানে বক্তব্য রাখতে গিয়ে কেশপুরের বিধায়িকা শিউলি সাহা ছাত্রদের সক্রিয়ভাবে রাজনীতিতে অংশগ্রহণ করার কথা জানান। সেই সঙ্গে তিনি জানান দলের নেতৃত্বদের বোঝা উচিত ছাত্র সংগঠনের সাথে হাতে হাত মিলিয়ে সংগঠন করতে হবে।
এদিনের প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন প্রতিমন্ত্রী শিউলি সাহা, রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, জেলা সভাপতি অজিত মাইতি, যুব সভাপতি সৌরভ চক্রবর্তী, জেলা আইএনটিটিইউসির সভাপতি সনাতন বেরা, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সৈয়দ মিলু ও বিভিন্ন ব্লকের তৃণমূল ছাত্র পরিষদ ও জেলা এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা।
/anm-bengali/media/post_attachments/f40d765f-7bd.png)
তৃণাঙ্কুর ভট্টাচার্য বলেন, ছাত্র নেতাদেরকে সারা বছরই সাধারণ ছাত্রছাত্রীদের পাশে থাকতে হবে। আগামী দিনে যে কোন সময় ছাত্র সংসদ নির্বাচন হলে, তার জন্য এখন থেকেই প্রস্তুত হতে হবে। আগামী ২৮ জুলাই কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে ঘাটাল সংগঠনিক জেলা থেকে প্রায় ৮ হাজারের উপর ছাত্রছাত্রী যোগদান করবে বলে তিনি আশা প্রকাশ করেন। সেই সঙ্গে ঘাটালে শুভেন্দু অধিকারী যেইভাবে মিথ্যাচার করে গেছেন তাকেও তিনি ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর বার্তা জানিয়েছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us