ঝুমি ও শিলাবতীর জলে নাস্তানাবুদ! মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের অপেক্ষা

এখনও জলমগ্ন অনেক এলাকা।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-08-04 at 2.59.36 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: জল কমেছে মনসুকার ঝুঁমি নদীতে। এখনও ঝুঁমির জলে প্লাবিত ও জলমগ্ন হয়ে রয়েছে মনসুকা ১ গ্রাম পঞ্চায়েত সহ বেশ কিছু এলাকা। এদিকে ঘাটাল পুর এলাকা ও গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা এখনও জলমগ্ন। জলের তলায় রাস্তাঘাট, কৃষি জমি থেকে বেশ কিছু নিচু এলাকার দোকানপাট। বন্যার জলে প্লাবিত এখনও অনেক স্কুল। ডিঙি নৌকায় জল পেরিয়ে চলছে জরুরি প্রয়োজনে নিত্য যাতায়াত। প্রশাসনের তরফে ঘাটাল পুর শহর ও ঘাটাল ব্লকের গ্রাম পঞ্চায়েত এলাকাগুলিতে চলছে ত্রাণ বিলি থেকে চিকিৎসা,পানীয়জল সহ বিভিন্ন প্রয়োজনীয় পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ।

তবে চলতি মরসুমের বর্ষায় এই নিয়ে কয়েকদিন অন্তর পাঁচ বার বন্যার কবলে ঘাটালবাসী। দেড় মাস হতে চলল এখনও জলমগ্ন ঘাটাল। স্বাভাবিকভাবেই প্লাবিত এলাকার বাসিন্দাদের দুর্ভোগ ও ভোগান্তি আরও বেড়েছে। তবে ঝুমি ও শিলাবতীর জলস্তর কমতে শুরু করেছে। প্লাবিত বেশ কিছু জায়গায় জল ধীরগতিতে কমছে। এখনই ঘাটালের জলবন্দি দশা ঘোচার কোনও লক্ষ্মণ নেই। এই জল যন্ত্রণা থেকে মুক্তি কবে মিলবে তার উত্তর নেই ঘাটালবাসীর কাছে। আগামী ৫ আগস্ট আরামবাগ হয়ে ঘাটালে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ঘাটালের জল যন্ত্রণা থেকে মুক্তির একমাত্র পথ ঘাটাল মাস্টার প্ল্যান। সেই নিয়ে ঘাটালবাসীকে তিনি কী আশ্বাস দেন সেদিকে তাকিয়ে ঘাটালবাসী।

WhatsApp Image 2025-08-04 at 2.57.02 PM