/anm-bengali/media/media_files/2025/10/26/whatsapp-image-2025-10-26-at-184929-2025-10-26-19-55-47.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: দাসপুর দু'নম্বর ব্লকের শোলাটোপা খাল ও দাসপুর ১ নম্বর ও ঘাটালের শিলাবতী নদী সংস্কারের কাজ শুরু হয়েছে। কালীপুজোর আগে ঘাটাল টাউন হলে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে প্রশাসনিক বৈঠক করেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী ও সেচ দপ্তরের মন্ত্রী ডঃ মানস ভুঁইয়া। বৈঠক শেষে জানানো হয় পুজোর পরেই শুরু হবে নদী ও খাল সংস্কারের কাজ। আর কালীপুজো শেষ হতেই শুরু হয়ে গিয়েছে খাল সংস্কারের কাজ।
শিলাবতী নদীর ২৩ কিমি খননের কাজ দাসপুর এক নম্বর ব্লকের মুর্শিদনগর থেকে শুরু হয়েছে। অপরদিকে দাসপুর ২ নম্বর ব্লকের শোলাটপা খাল ১৪.৭ কিমি খনন শুরু হয়েছে। এক কথায় ঘাটাল মাস্টারপ্ল্যানে নদী খননের কাজ শুরু হল দাসপুর ১ ও ২ ব্লক সহ ঘাটালে।
/anm-bengali/media/post_attachments/5c77acff-326.png)
সেচ দপ্তর জানিয়ে দিয়েছে মোট ৩৬ টি খাল ও নদী খননের উদ্যোগ নেওয়া হয়েছে। ঘাটাল মাস্টার প্ল্যানে খাল ও নদী খনন বা ড্রেজিংয়ের জন্য রাজ্য সরকারের কোনো আর্থিক ব্যায় হচ্ছে না, উল্টে খাল ও নদী খননে ঠিকাদারি সংস্থাদের থেকে রাজ্য সরকারের ভাড়ারে মোটা অঙ্কের রাজস্ব আদায় হবে বলে জানা গেছে। এককথায় পুজো মিটতেই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হচ্ছে জোরকদমে। এদিকে কাজ শুরু হতেই বিরোধীদের একহাত নিয়েছে শাসকদল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us