New Update
/anm-bengali/media/media_files/2025/10/19/screenshot-2025-10-7-pm-2025-10-19-13-06-04.png)
নিজস্ব সংবাদদাতা: একাধিক কর্মসূচী নিয়ে ঘাটালে পৌঁছেছেন ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে অভিনেতা দেব। গতকাল দুপুরে প্রথমে তিনি যান ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে। সেখানে ঘাটাল উৎসব ও শিশু মেলা নিয়ে একটি মিটিং করেন, কমিটি গঠন করা হয় ঘাটাল উৎসব ও শিশু মেলার।
/anm-bengali/media/post_attachments/4973d98c-9c4.png)
মিটিং শেষে ঘাটাল টাউন হলে পৌঁছে ঘাটাল মাস্টার প্ল্যান মনিটরিং কমিটির মিটিংয়ে যোগ দেন তিনি। সেখান থেকে দলের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে যোগ দেওয়া ও শেষে ঘাটাল কুশপাতায় একটি কালী পুজোর উদ্বোধন করেন সাংসদ দেব।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us