New Update
/anm-bengali/media/media_files/3nHk5VowX3yQKLDssM4F.webp)
দিগ্বিজয় মাহালী: বুথে বিজেপির পোলিং এজেন্টের মাথা ফাটানোর অভিযোগ। মেরে বের করে দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ।বিজেপির পোলিং এজেন্টের নাম আশীষ ঘোড়াই। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
/anm-bengali/media/post_attachments/1483f09f-74e.png)
সবং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আবু কালাম বক্স জানান, এই অভিযোগ ভিত্তিহীন। তার দাবি, রাস্তায় চলতে গিয়ে পড়ে গিয়েছে ও এজেন্ট। তিনি দাবি করেছেন, সবংয়ের মাটিতে বিজেপির অবস্থান কিছুই নেই। ঘাটাল লোকসভা কেন্দ্রের এড়ালের ১০৯ নং বুথে এই ঘটনা ঘটেছে।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us