হরি ঘোষ, কাঁকসা: ক্লাসরুমে রাখা রয়েছে গ্যাস সিলিন্ডার, মজুত রয়েছে চাল, ডালের বস্তা, সবজি আর মিড-ডে মিলের সামগ্রী ভর্তি ড্রাম। সেই গুদামঘরেই ঝুঁকি নিয়ে চলছে পঠন-পাঠন। ক্ষোভ অভিভাবকদের। উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে দাবি প্রধান শিক্ষকের।
কাঁকসার মলানদিঘী গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে ৬টি ক্লাসের জন্য ৬টি রুম। ১টি অফিস রুম। কোনও স্টোর রুম নেই। সেই জন্যই মিড-ডে মিলের যাবতীয় জিনিসপত্র রাখা হয় পঞ্চম শ্রেণীকক্ষে। পঠন-পাঠনে সমস্যার সৃষ্টি হয়। পঞ্চম শ্রেণিকক্ষ গুদাম ঘরে পরিণত হওয়ায় শিক্ষাদানের কোনও সামগ্রী ব্যবহার করা যায় না বলে অভিযোগ। প্রায় ১৫০ জন পড়ুয়া রয়েছে। কিন্তু মিড-ডে মিলের খাবার খাওয়ার জন্য রয়েছে ৩০ জনের বসার মত জায়গা। সেই জন্য বেশিরভাগ পড়ুয়াকে রোদের মধ্যে বসে খেতে হয়। সুতপা ভান্ডারী নামক এক অভিভাবক বলেন, "ভয়েরই ব্যাপার। আমার মেয়েও পঞ্চম শ্রেণীতে পড়ে। সেই ক্লাসরুমে রাখা থাকে গ্যাস সিলিন্ডার। জিনিসপত্র ভরা থাকে। দ্রুত বাড়ানো হোক রুম এই দাবি করছি"। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাপি হাজরা বলেন, "আমরা একাধিকবার এই সমস্যার কথা উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি। একাধিকবার বিদ্যালয়ে এসে পরিদর্শন করেছেন তারা। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তাই এভাবেই ঝুঁকি নিয়ে পঠন-পাঠন চলে"।