/anm-bengali/media/media_files/gargi1.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতা: এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, আরজি কর কাণ্ড সম্পর্কে, জাতীয় বাংলা পরিষদের সভাপতি গার্গী বন্দ্যোপাধ্যায় বলেছেন, "অন ডিউটি এরকম একজন ডাক্তারকে ধর্ষণ করে খুন করার ঘটনা পৃথিবীর কোনও সভ্য মানুষই মেনে নিতে পারে না। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না যে প্রশাসন কোনওদিন ধর্ষণ আটকাতে পারে।
/anm-bengali/media/media_files/gargi3.jpg)
পুরুষ প্রতি একজন করে পুলিশ দিলেও আমার মনে হয় না ধর্ষণ আটকানো যাবে। ধর্ষণ করার একটা মানসিকতা অত্যন্ত জঘন্য। এটা নাকি পুরুষত্বকে গ্লোরিফাই করে এমন অনেকেই মনে করে। সমাজ যেখানে দাঁড়িয়ে আছে সেখানে মেয়েদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তো একটা থেকেই যায়। আগেও যখন মেয়েরা ভিড় ট্রামে-বাসে করে বাড়ি ফিরত তখন তো আর জেল ফেরত আসামীরা গায়ে হাত দিতো না!
/anm-bengali/media/media_files/gargi2.jpg)
তারা কিন্তু আমাদের বাড়ির কাকা-জ্যাঠাদের মতো মানুষ। কতটা পুলিশ দিলে বা কটা সিসিটিভি বসালে মেয়েদের ভাগ্য বদলাবে সেটা আমি জানি না। মানসিকতা বদলালেই কিন্তু এর থেকে নিস্তার পাওয়া যাবে। তদন্তের উপর আমি আস্থা রাখি, কারণ কলকাতা পুলিশ ভারতের অন্যতম শ্রেষ্ঠ ফোর্স। কোনও কিছুই খুব কম সময়ে করে ফেলা যায় বলে আমি মনে করিনা। সুষ্ঠ সম্পূর্ণ তদন্ত হোক, আমি এটাই চাই।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us