গড়বেতায় শিশু খুনে যাবজ্জীবন কারাদণ্ড যুবকের

অনিমেষকে সাইকেলে চাপিয়ে নিয়ে যায় ওই গ্রামেরই যুবক স্বদেশ লহবর।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা: ২০২১ সালের শীতের বিকেলে এক শিশুকে সাইকেলে চাপিয়ে নিয়ে গিয়ে জঙ্গলে খুনের অভিযোগ ওঠে এক যুবককের বিরুদ্ধে। সেই মামলায় শনিবার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন বিচারক। ওই যুবকের নাম স্বদেশ লহবর (২৫)। বাড়ি গড়বেতা থানার গড়বেড়িয়া এলাকায়। 

জানা গিয়েছে, ২০২১ সালের ১২ ডিসেম্বর বিকেলে গ্রামে খেলা করছিল বছর সাতেকের অনিমেষ-সহ আরও কয়েকজন শিশু। সেই সময় অনিমেষকে সাইকেলে চাপিয়ে নিয়ে যায় ওই গ্রামেরই যুবক স্বদেশ লহবর। পরে পাশের জঙ্গল থেকে ওই শিশুর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় শুক্রবার দোষী সাব্যস্ত করে শনিবার দোষী যুবককে যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দিলেন মেদিনীপুর জেলা আদালতের বিচারক সুব্রত ঘোষ। একইসঙ্গে ১৫ হাজার টাকা জরিমানা করার নির্দেশ দেওয়া হয়। অনাদায়ে ছয় মাস অতিরিক্ত কারাবাসের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান সরকার পক্ষের আইনজীবী শীর্ষেন্দু মাইতি।

Murder

১২ ডিসেম্বর বিকেলে খেলার পরও বাড়ি না ফেরায় অনিমেষের পরিবার থানায় নিখোঁজ ডায়েরি করে। অনেক খোঁজাখুঁজির পর জানতে পারেন, গ্রামের যুবক স্বদেশ লহবর তাকে নিয়ে গিয়েছিল। পাঁচদিন পর গ্রামের পাশের জঙ্গল থেকে মৃতদেহ উদ্ধারের পর খুনের অভিযোগ দায়ের করে। ঘটনার তদন্তে নেমে গড়বেতা থানার পুলিশ জানতে পারে, ওই শিশুকে খুন করেছে স্বদেশ। নাবালকের উপরে ব্যক্তিগত আক্রোশ থেকেই খুন বলে অনুমান। 

শনিবার সরকারি আইনজীবী শীর্ষেন্দু মাইতি জানান, “স্বদেশ লহবরকে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করেন বিচারক। চিকিৎসক, পুলিশ-সহ ১৫ জন সাক্ষী ছিলেন। তাদের মধ্যে তিন শিশুও ছিল”।