New Update
/anm-bengali/media/media_files/uqSvqzWbdnOC4QkrEnk4.jpg)
হরি ঘোষ, অন্ডাল : পুজোর মুখে জুয়ার ঠেক থেকে গ্রেফতার ১২ জন জুয়াড়ি। ঘটনাটি অন্ডাল থানার অন্তর্গত মদনপুর গ্রাম পঞ্চায়েতের ধান্ডাডিহি গ্রামের ডাঙ্গালপাড়া এলাকার। পুলিশ ধৃতদের কাছ থেকে ২৩,৯১০ টাকা উদ্ধার করেছে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে খবর, শনিবার গভীর রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে অন্ডালের ধান্ডাডিহি এলাকার জুয়ার ঠেকে হানা দেয় অন্ডাল থানার পুলিশ। জুয়ার ঠেক থেকে ১২ জন জুয়াড়িকে গ্রেফতার করা হয় । তাদের রবিবার দুর্গাপুর মহাকুমা আদালতে তোলা হয়েছে। এই ঘটনায় আরো একবার প্রমাণ করল খনি এলাকায় জুয়াড়িরা বেশ সক্রিয়। তবে তৎপর আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ। বিভিন্ন জায়গায় হানা দিয়ে পুলিশের ধর পাকড়ও অব্যহত।
/anm-bengali/media/post_attachments/UIx7a9AUEdTfy9Q7mcDE.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us