New Update
/anm-bengali/media/media_files/2025/10/28/whatsapp-image-2025-10-28-2025-10-28-17-03-17.jpeg)
নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: গতকাল রাত আনুমানিক ৯টা নাগাদ বিশেষ সূত্র মারফত খবর পেয়ে সোনামুখী থানার পুলিশ, মানিকবাজার জিপির অন্তর্গত, কৃষ্ণবাটি জঙ্গলে অবৈধ জুয়া খেলার আসরে বিশেষ অভিযান চালায় ও সেখানে জুয়া চলাকালীন জুয়ার ঠেক থেক ৫ জন আসামিকে গ্রেফতার করে। একই সাথে তাদের হেফাজত থেকে ৫টি মোবাইল ফোন, ৩টি মোটরসাইকেল, বিপুল পরিমাণ টাকা, জুয়া খেলার তাস ও অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করা হয় ও আইনের নির্দিষ্ট ধারায় মামলা করে আজ তাদের মহামান্য বিষ্ণুপুর আদালতে পাঠানো হয়।
জুয়ার বিরুদ্ধে বিষ্ণুপুর মহকুমা পুলিশের অভিযান জারি থাকবে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2024/11/20/Y8NORPSAAZeD2UotbjVm.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us