জামাই ষষ্ঠীর দিন হল গাছ ষষ্ঠীর পুজো

কোথায় পালিত হয় এই রীতি?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-06-02 at 4.40.25 PM

নিজস্ব প্রতিনিধি, তমলুক: জামাই ষষ্ঠীর দিন তমলুকে পুজো হলো গাছ ষষ্ঠীর। প্রায় ৪০০ বছরের পুরনো এই নিয়মটি ধরে রেখে প্রতিবছরের মতো এ বছরও সকাল সকাল শুরু হল গাছ পুজো এবং গাছে দেওয়া হল ফোঁটা। তাম্রলিপ্ত পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পার্বতীপুর এলাকার চক্রবর্তী পরিবারের এই পুজো এখন আর এই পরিবারের মধ্যেই সীমাবদ্ধ নেই। আশে পাশের একাধিক মানুষও এই পুজোয় মেতে ওঠেন। 
 
প্রথমে গাছের গোড়ায় ফল ও মিষ্টি দিয়ে পুজো হয় আর তারপর পুষ্পাঞ্জলী দেন বাড়ির মহিলারা। গাছে দই দিয়ে দেওয়া হয় ফোঁটা। হলুদ ও সিঁদুর সুতোতে মাখিয়ে বেঁধে ফেলা হয় গাছটিকে। পুজো শেষে এই সূত্রটিকে বাড়ির জামাই ও ছেলেদের হাতে বেঁধে দেওয়া হয়। মনে করা হয় এর ফলেই বাড়ির ছেলে ও জামাইদের মঙ্গল হবে। পরিবারের এক সদস্য রেখা চক্রবর্তী বলেন, "সবাই জামাইষষ্ঠীর দিন বাবার বাড়ি গেলেও আমরা কখনোই এই পুজো ছেড়ে যাই না। বাড়ির ছেলে ও জামাইয়ের মঙ্গল কামনায় চক্রবর্তী পরিবারের মহিলারা সহ আশেপাশের স্থানীয় এলাকার সমস্ত মা-বোনেরা এই পুজোয় অংশগ্রহণ করেন"। এই পরিবারের এক বৌমা নীলাঞ্জনা চক্রবর্তী জানান যে জামাইষষ্ঠীর দিন সকাল থেকেই এই প্রাচীন অশ্বত্থ গাছকে কাপড় পরিয়ে দেওয়া হয়। ফল, ফুল, দই ও পায়েস দিয়ে সবাই পুজো দেন। 

n

sasthipuja