এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ

জেলা পরিষদের তহবিল থেকে আনুমানিক ১৮ লক্ষ টাকা ব্যয়ে  ৪০৭ মিটার কংক্রিট ঢালাই রাস্তা নির্মাণ করা হবে।এই রাস্তা নির্মাণের ফলে এলাকার বাসিন্দাদের অনেকটাই সুবিধা হবে।

author-image
Ananda Das
New Update
WhatsApp Image 2023-09-03 at 17.13.55.jpeg

নিজস্ব সংবাদদাতা: মালদা জেলা পরিষদের তরফে ঢালাই রাস্তার কাজের সূচনা।রবিবার দুপুর নাগাদ মালদার মানিকচকের এনায়েতপুর অঞ্চলের শেখপুরা মোড় এলাকায় রাস্তা তৈরির  কাজ শুরু হয়।এদিন উপস্থিত ছিলেন এলাকার জেলা পরিষদ সদস্যা মালা রহমান,এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তপতী মন্ডল মজুমদার, 

বিশিষ্ট সমাজসেবী সুনন্দ মজুমদার  সহ অন্যান্যরা।জানা গেছে, মালদা জেলা পরিষদের তহবিল থেকে আনুমানিক ১৮ লক্ষ টাকা ব্যয়ে  ৪০৭ মিটার কংক্রিট ঢালাই রাস্তা নির্মাণ করা হবে।এই রাস্তা নির্মাণের ফলে এলাকার বাসিন্দাদের অনেকটাই সুবিধা হবে।