/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা - তুলনামূলক ভাবে পিছিয়ে থাকা পড়ুয়াদের জন্য এবার বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ তথা স্কিল ডেভেলপমেন্ট-এর উদ্যোগ নিল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। উদ্দেশ্য তুলনামূলকভাবে পিছিয়ে থাকা এলাকার পড়ুয়াদেরও ভবিষ্যৎ সুরক্ষিত করা। তাই প্রকল্পের পোশাকি নাম দেওয়া হয়েছে 'সুরক্ষা'। এই বিষয়েই খড়্গপুর শহরের সংখ্যালঘু অধ্যুষিত ৪নং ওয়ার্ডের ভবানীপুরে এবং ৫নং ওয়ার্ডের পাঁউচবেড়িয়া সংলগ্ন লোহানিয়াতে দু'টি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করলেন জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার।
/anm-bengali/media/media_files/2025/06/06/CpzVm2sOHDTVlXtZcjjI.jpeg)
তিনি জানিয়েছেন, ''দু'টি কেন্দ্রে ১৫টি করে ৩০টি কম্পিউটার দেওয়া হয়েছে। সেখানে এই এলাকার পড়ুয়াদের সম্পূর্ণ বিনামূল্যে কম্পিউটার স্কিল ট্রেনিং দেওয়া হবে। এতে তাদের দক্ষতা আরও বৃদ্ধি পাবে। সেইসঙ্গে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে তাঁরা এক ধাপ এগিয়ে যাবে। এছাড়াও পুলিশ সুপার বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শে পিছিয়ে পড়া এলাকার পড়ুয়াদের কম্পিউটার প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যেই জেলা পুলিশের এই উদ্যোগ। সকাল ও বিকেল- প্রতিদিন দু'টি অর্ধে মোট ৫ ঘন্টা করে প্রশিক্ষণ দেওয়া হবে। ওয়ার্ড-এক্সেল-পাওয়ার পয়েন্ট সহ নানা কাজ শিখতে পারবে পড়ুয়ারা। শুধু তাই নয়, প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং কর্মসংস্থানের বিষয়েও তাদের সাহায্য করা হবে।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us