New Update
/anm-bengali/media/media_files/2025/08/05/whatsapp-image-2025-08-05-2025-08-05-16-05-51.jpeg)
হরি ঘোষ, দুর্গাপুর: বিধান নগরজুড়ে ফ্রি অটো পরিষেবা। টোটোর বিরুদ্ধে অভিনব আন্দোলনে অটো চালকরা। টোটোর বাড়বাড়ন্তের অভিযোগ তুলে সোমবার থেকে অটো এবং মিনিবাস ধর্মঘট চলছে। দুর্গাপুর জুড়ে দুই হাজারের বেশি অটো বন্ধ, আড়াইশো মিনিবাস বন্ধ রয়েছে। ফলে চরম ভোগান্তির মুখে দুর্গাপুরের বিভিন্ন প্রান্তের মানুষ। টোটোতে করে যাতায়াত করলে টোটো থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হচ্ছে। তারপরেই অটোতে চাপিয়ে গন্তব্যে পৌঁছে দেওয়া হচ্ছে বিনামূল্যে।
রিন্টু বিশ্বাস নামক এক অটো চালক বলেন, "আমাদের পেটে টান পড়ছে। আমরা বৈধ কাগজপত্র নিয়ে অটো চালাচ্ছি। টোটোর কোনও কাগজপত্র নেই তবুও টোটো বেড়েই চলেছে। আমরা প্রশাসনকে একাধিকবার জানিয়েছি, কোনও ব্যবস্থা গ্রহণ করেনি। সেই জন্য আমরা এই ধর্মঘটে সামিল হয়েছি। কিন্তু কোনও মানুষ যাতে সমস্যায় না পড়ে সেই জন্য ফ্রি পরিষেবা দিচ্ছি"।
/anm-bengali/media/post_attachments/comp/def_content/auto-rickshaw-services/gu2fbvahyd-auto-rickshaw-services-6-kr551-952934.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us