ক্রেতা সেজে দোকানে জালিয়াতি, ফ্রিজ লক্ষ লক্ষ টাকার অ্যাকাউন্ট

জালিয়াতির ঘটনার অভিযোগে ইতিমধ্যেই দু-জনকে গ্রেফতার করেছে নিউ ব্যারাকপুর থানার পুলিশ।

author-image
Adrita
New Update
ঝ

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ ক্রেতা সেজে দোকানে এসেই জালিয়াতি। সোনার দোকানের গয়না কিনতে আসার নামে ব্যাঙ্কে হানা দেয় দুষ্কৃতীরা। তারপরেই ডেবিট কার্ড ব্যবহার করে অভিনব কায়দায় ব্যাঙ্ক একাউন্ট ফ্রিজ করে বেড়িয়ে চলে যায় প্রতারকরা। তারা বেরিয়ে যেতেই অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায় বলে ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে। নিউ ব্যারাকপুরের সেই স্বর্ণ ব্যবসায়ী জানান, তার কারেন্ট অ্যাকউন্ট কারেন্ট ফ্রিজ হয়ে গিয়েছে এই ঘটনার পর। 

hiren

এই ঘটনায় ডেবিট কার্ড ব্যবহার করে ব্যাঙ্ক প্রতারণার জামতারা যোগ এখনই স্পষ্ট হয়। নকল আধার কার্ড, প্যান কার্ড, ডেবিট কার্ড বানিয়ে ক্রেতা সেজে দোকানে ঢুকেএভাবেই ব্যবসায়ীদের প্রতারণা করছিল একটা বড় চক্র। সেই চক্রের দু-জনকে গ্রেফতার করেছে নিউ ব্যারাকপুর থানার পুলিশ। পাশাপাশি মধ্যমগ্রামবাবুই আইটিসহ একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে নকল আধার কার্ড, প্যান কার্ড, কম্পিউটারসহ একাধিক সরঞ্জাম উদ্ধার হয়েছে। জানা গিয়েছে এ ভাবে আগেও তারা প্রায় ৩৮লক্ষ টাকার সোনার গহনা কিনে নিয়েছে।                                             

hiring.jpg