ভুয়ো পুলিশ সেজে তোলাবাজি! ধরল আসল পুলিশ

কোথায় খোঁজ মিলল তাদের?

author-image
Anusmita Bhattacharya
New Update
Screenshot 2025-09-03 174753

নিজস্ব প্রতিনিধি, হুগলি: জেলার পোলবা থানার পুলিশের বড় সাফল্য। গতকাল রাতেই পুলিশের পোশাক পরে নকল পরিচয়ে ঘোরাফেরা করা দুই ভুয়ো পুলিশকে গ্রেফতার করে পোলবা থানার পুলিশ।

আজ সকাল সাড়ে দশটায় পোলবা থানায় এক বিশেষ সাংবাদিক সম্মেলনে ডিএসপি ডিএনডি প্রিয়ব্রত বক্সি জানান, ধৃতদের নাম সৌমদীপ সাঁতরা এবং প্রতাপ ঘোষ। পুলিশের তরফে জানানো হয়েছে, তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে পুলিশের পোশাক, পিস্তল রাখার খাপ, দুটি মোবাইল ফোন ও গুলি রাখার ব্যাগ।

গতকাল রাতে একটি কারখানা থেকে তাদের গ্রেফতার করে পোলবা থানার পুলিশ। আজ তাদের আদালতে তোলা হবে এবং পাঁচ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছেন ডিএসপি ডি এন ডি প্রিয়ব্রত বক্সি। পুলিশের প্রাথমিক অনুমান, দীর্ঘদিন ধরেই ভুয়ো পরিচয়ে এই দুই অভিযুক্ত বিভিন্ন এলাকায় সক্রিয় ছিল। তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে এর পিছনে আরও কেউ জড়িত আছে কি না।

Screenshot 2025-09-03 174904