/anm-bengali/media/media_files/2024/10/22/QfIcJEuu6PUPPJSKCoSg.jpg)
নিজস্ব সংবাদদাতা : পালাক্কাদ জেলার কাল্লাদিক্কোড়ে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চার স্কুল ছাত্র প্রাণ হারিয়েছে এবং একজন গুরুতর আহত হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, লরিটি মান্নারক্কাদের দিকে সিমেন্ট নিয়ে যাচ্ছিল, এবং এ সময় এটি পথচারী ছাত্রদের ওপর চাপিয়ে দেয়। দুর্ঘটনায় নিহতদের মধ্যে স্কুল ছাত্ররা ছিল। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।
/anm-bengali/media/media_files/le8reK83K3wRWDVK8HKl.jpg)
কেরালার মুখ্যমন্ত্রী এক বিবৃতিতে জানান, ‘‘সরকার দ্রুত সকল আহতদের জরুরি চিকিৎসা প্রদানের জন্য সমন্বয়ে কাজ করবে। দুর্ঘটনার বিস্তারিত তদন্ত করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’’
এ ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে এবং স্থানীয়রা দুর্ঘটনা রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
Four school students died, one injured after a lorry ran over them in Kalladikkode in Palakkad district. The lorry was carrying cement towards Mannarkkad side. The govt will work in coordination to provide emergency treatment to all the injured. The accident will be investigated…
— ANI (@ANI) December 12, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us