New Update
/anm-bengali/media/media_files/2025/08/09/whatsapp-image-2025-08-09-at-2025-08-09-20-30-20.jpeg)
DELHI
নিজস্ব সংবাদদাতা : মুর্শিদাবাদের নওদার গঙ্গাধারী জোড়তলা এলাকা থেকে দিল্লিতে কাজে গিয়ে একই পরিবারের চারজনের মৃত্যু হল। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দিল্লির মিঠাপুরে। নিহতদের বাড়ি মুর্শিদাবাদের নওদা থানার গঙ্গাধারী জোড়তলা পাড়া।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/09/whatsapp-image-2025-08-09-at-2025-08-09-18-56-51.jpeg)
পরিবার সূত্রে খবর শনিবার সকালে ভারী বৃষ্টিতে ঘরের দেওয়াল ভেঙে পড়ে যায় আর তাতেই প্রাণ যায় একই পরিবারের ওই চারজন সদস্যের। আহত হয়েছেন ওই পরিবারের আরও একজন। এই ঘটনায় ওই গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us