'রাহুল গান্ধীর থেকে অনুপ্রাণিত,' বললেন ফিরহাদের জামাই

আজ শনিবার তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন ফিরহাদ হাকিমের জামাই ইয়াসির হায়দার (Yasir Haider)। এদিন তাঁর হাতে দলের পতাকা তুলে দেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।

author-image
SWETA MITRA
New Update
sw.jpg

নিজস্ব সংবাদদাতাঃ তৃণমূল (TMC) ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েই বড় মন্তব্য করলেন ফিরহাদ হাকিমের জামাই ইয়াসির হায়দার(Yasser Haider)। আজ শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, 'রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা দেখে আমি খুবই অনুপ্রাণিত হয়েছে। আমি সবসময় গান্ধী পরিবারের প্রতি অনুরাগ অনুভব করতাম। আমি দলের জন্য আমার সেরাটা দেব। এটি একটি নতুন শুরু এবং আমি এটির জন্য উন্মুখ।‘ যদিও নিজের জামাইয়ের এহেন দল বদল প্রসঙ্গে কোনও প্রতিক্রিয়া মেলেনি মেয়র ও তৃণমূল নেতা ফিরহাদ হাকিমের।