প্রতীচীতে সাপের খোঁজ!

অমর্ত্য সেনের বাড়িতে সাপের খোঁজ! ভরা বর্ষায় সর্প দংশনের আশঙ্কা। তৎপর জেলা প্রশাসন।

author-image
Pallabi Sanyal
New Update
12

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : জমি জটিলতার মাঝে সাপের খোঁজ প্রতীচীতে! শান্তিনিকেতনে নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের যে বাড়ি রয়েছে তার নাম প্রতীচী। আর সেখানেই কিনা সাপের খোঁজে হাজির হলেন বন দফতরের আধিকারিকরা। বঙ্গে প্রবেশ করেছে বর্ষা। আর ভরা বর্ষায় সাপের উপদ্রবের আতঙ্ক। মঙ্গলবারই শান্তিনিকেতনের বাড়িতে ফিরেছেন নোবেল জয়ী। এমনিতেই তিনি জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান। এদিকে ভরা বর্ষায় সর্প দংশনের আশঙ্কায় তার নিরাপত্তা আরো জোরদার করতেই বন দফতরের আধিকারিকরা হাজির হন প্রতীচীতে। 

Amartya Sen | Vice Chancellor of Bardhaman University stated that Economist  Amartya Sen is an asset of India - Anandabazar

বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে জমি নিয়ে যে টানাপোড়েন চলছে তার মাঝেই বন দফতরের আধিকারিকদের প্রতীচীতে হাজির হওয়ার বিষয়টা আলাদা মাত্রা যোগ করেছে রাজ্য রাজনীতিতে। জানা যাচ্ছে যে শান্তিনিকেতনে থাকাকালীন বর্ষায় রোজই সাপের খোঁজ চলবে বন দফতরের তরফে। সামনেই পঞ্চায়েত নির্বাচন। অশান্তি লেগেই রয়েছে রাজ্যে। অমর্ত্য সেনকে নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে নারাজ জেলা প্রশাসন।