/anm-bengali/media/media_files/2025/07/23/whatsapp-image-2025-07-23-2025-07-23-20-23-44.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলা কাষ্ঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে আজ এক বিশেষ বনমহোৎসব ও চারা গাছ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয় পিংলার অডিটোরিয়াম হলে। কর্মসূচির সূচনা হয় একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে, যেখানে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরাও অংশগ্রহণ করেন। পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়াতে এই শোভাযাত্রা বিশেষ বার্তা বহন করে। পরে অডিটোরিয়াম হলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বন সংরক্ষণ ও সবুজায়নের প্রয়োজনীয়তা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই কাষ্ঠ ব্যবসায়ী কল্যাণ সমিতি এই উদ্যোগ নিয়েছে বলে জানান উদ্যোক্তারা।
অনুষ্ঠানে প্রতিটি কাষ্ঠ ব্যবসায়ী এবং সাধারণ মানুষের হাতে একাধিক চারা গাছ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিংলা বিডিও লেপাকা ওয়াংচং শেরপা, পঞ্চায়েত সমিতির সভাপতি নিমাই সিং, পূর্ত কর্মাধ্যক্ষ শেখ মজারুল রহমান, জেলা কাষ্ঠ সমিতির সম্পাদক শেখ আব্দুর রশিদ, ভাইস প্রেসিডেন্ট আয়ুব খান প্রমুখ। এই উদ্যোগে সাধারণ মানুষের সাড়া লক্ষ্য করা গেছে। পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে এমন আরও উদ্যোগ নেওয়া হবে বলে জানান আয়োজকেরা।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/23/screenshot-2025-07-23-190615-2025-07-23-19-06-53.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us