গাছ রুখতে পথে নামল বনদপ্তর

বেশ কয়েকদিন ধরেই চুরি যাচ্ছে বেশ কিছু গাছ । এবার এই নিয়ে পথে নামল বনদপ্তরের আধিকারিকরা ।

author-image
New Update
tree 1

নিজস্ব সংবাদদাতা, লাউদোহা :- স্কুল প্রাঙ্গন থেকে চুরি যাচ্ছে একের পর এক গাছ, ঘটনাস্থলে উখড়া রেঞ্জের  বনদপ্তরের দল। ঘটনাটি ঘটেছে পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা পঞ্চায়েত এলাকার পানসিউলি বালিকা বিদ্যালয়ে। বহু বছরের পানশিউলি এই বালিকা বিদ্যালয়টি স্থানীয় ইসিএল কর্তৃপক্ষের তত্ত্বাবধানেই চলে আসছে। যদিও এই পানসিউলি বালিকা বিদ্যালয়টিতে সরকারি নিয়ম মেনেই পড়াশোনা হয়। এই বিদ্যালয়ের মোট ছাত্রীর সংখ্যা ৫৫ থেকে ৬০ জন বলে বিদ্যালয়ের সূত্রে জানা যায়। বিদ্যালয়টি প্রাচীর দিয়ে ঘেরা তবে একদিকের প্রাচীর ভেঙ্গে যাওয়ায়, সেদিক দিয়েই একের পর এক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বড় বড় গাছ কেটে উধাও করছে গাছ পাচারকারীরা । সব দেখেও উদাসীন প্রশাসন। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইলা ঘোষ বলেন যে তিনি বিদ্যালয়ের গাছ চুরির ব্যাপারে কিছুই জানেন না। তবে তিনি এও বলেন বিদ্যালয়ের প্রাচীরের ধারে একটা গাছ হেলে গিয়ে প্রাচীরটার ক্ষতি করেছিল সেই গাছ কাটার জন্য পঞ্চায়েতের কাছে আবেদন করেছিলেন তিনি । তবে গাছ কাটার ব্যাপারে বনদপ্তর এর কোন অনুমতি আছে কিনা জিজ্ঞাসা করলে তিনি তা দেখাতে পারেননি । এদিকে স্থানীয়দের একাংশের অভিযোগ, শুধু রাত্রে নয় একেবারে দিনের আলো এই বিদ্যালয় থেকে চুরি যাচ্ছে গাছ। সব দেখে ও বিদ্যালয় কর্তৃপক্ষ  না দেখার ভান কেন করছেন সেটাই এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

এদিকে এভাবে গাছ কাটা হচ্ছে খবর পেয়েই, বন বিভাগের উখরা রেঞ্জের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান ।

tree

 

ঘটনাস্থল পরিদর্শনে আসা বনদপ্তরের শেখ মিরাজ নামে এক কর্মী জানান, এই এলাকা থেকে খবর দেওয়া হয়েছিল স্কুল প্রাঙ্গন থেকে গাছ চুরি হয়েছে সেই খবর পেয়েই তারা নিরিক্ষণে এসেছেন । কি বলেন এখানে এসে তারা দেখেন সত্যিই স্কুল পাঙ্গন থেকে বেশ কয়েকটা বড় গাছ কেটে চুরি হয়েছে। বনকর্মী জানান এই বিষয়ে  তারা তাদের উচ্চ আধিকারিকদের জানিয়েছেন । বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বৈধভাবে গাছ চুরির অভিযোগের কথা শুনে দুর্গাপুর ফরিদপুর তৃণমূল ব্লক সভাপতি সুজিত মুখার্জি বলেন, গাছ কাটা একটা ভীষণ অপরাধমূলক কাজ । তিনি বলেন তার কাছে এই খবরটা এসেছে, এই নিয়ে তিনি দুর্গাপুর ফরিদপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারি কে এবং বনদপ্তরের আধিকারী কে জানিয়েছেন। পাশাপাশি জানানো হয়েছে লাউ দোহার ফরিদপুর থানার পুলিশকেও । সুজিত বাবু বলেন এই ধরনের অন্যায় কাজের সঙ্গে যারাই জড়িত থাক  তাদের খুঁজে বের করে প্রশাসন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে ।