/anm-bengali/media/media_files/2025/06/16/4mZTy7ksa1Iec6n4hWSm.jpeg)
নিজস্ব প্রতিনিধি, মালদা: আমের ডালিতে ফরেন লিকার পাচার করার আগে মালদা জিআরপির হাতে ধরা পরল এক পাচারকারী। উদ্ধার হল বিপুলসংখ্যক মদের বোতল। রবিবার রাতে দিল্লিগামী ফারাক্কা এক্সপ্রেসে আমের ডালির ভিতরে মদের বোতলগুলি নিয়ে পাচারের উদ্দেশ্যে পাটনা নিয়ে যাওয়া হচ্ছিল। তবে জিআরপি পুলিশ ওই পাচারকারীকে মালদা টাউন স্টেশন থেকে ধরে ফেলে। জিআরপি পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে ৬ পেটি আমের ডালির মধ্যে ৩ পেটি ডালির ভেতর থেকে মদের বোতলগুলি উদ্ধার করে। ধৃত ওই পাচারকারীর বাড়ি বিহারের পাটনায়। মালদা টাউন জিআরপির আই সি প্রশান্ত রায় জানান যে উদ্ধারকৃত মদের বোতলগুলির বাজার মূল্য প্রায় ১৯ হাজার টাকা। যেহেতু বিহারে নিষিদ্ধ ফরেন লিকার সেক্ষেত্রে এই যুবক মালদাতে এসে এইভাবে আমের ডালির মধ্যে মদের বোতলগুলি ঢুকিয়ে ট্রেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে পাচারকারীকে ধরে ফেলে। পাচারকারীর আনুমানিক বয়স ১৯ বছরl সোমবার পাচারকারীকে মালদা জেলা আদালতে পেশ করা হবে। ইতিমধ্যে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us