জোর করে সরকারি নয়ানজুলিতে ট্রাক্টর দিয়ে মাটি ভরাট! নজরে সিভিক ভলেন্টিয়ার

সামনে এল বড় অভিযোগ।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-05-27 at 6.42.55 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড রামচন্দ্রপুর এলাকার। জানা যায়, ওয়ার্ডের কাউন্সিলর বাইরে থাকায় রামচন্দ্রপুর মোড়ে ওই এলাকার বাসিন্দা ঘাটাল থানার সিভিক ভলেন্টিয়ার সনত সামন্ত জোর করে সরকারি নয়ানজুলিতে ট্রাক্টর দিয়ে বেআইনিভাবে মাটি ভরাট করছে। গ্ৰামবাসীরা বাধা দিলে নাকি শোনেনি অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার। গ্ৰামবাসীদের অভিযোগ, নয়ানজুলি ভরাটের কারণে বন্যার সময় নদীতে জলপ্রবাহে সমস্যা হওয়ার পাশাপাশি চাষের কাজের জন্য ঝুমি নদী থেকে জল নিতে সমস্যায় পড়তে হবে চাষীদের। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সনত সামন্ত বলছে যে নয়ানজুলির পাশে তার ব্যক্তিগত জায়গা রয়েছে। নয়ানজুলির নীচে জল প্রবাহের পাইপ বসিয়ে মাটি ভরাট করছে সে। প্রশ্ন উঠছে এভাবে কি সরকারি নয়ানজুলি ভরাট করা যায়? এই বিষয়ে ঘাটাল পৌরসভার চেয়ারম্যান তুহিন কান্তি বেরা বলেন, "ওই ওয়ার্ডের কাউন্সিলর আমাকে ফোনে পুরো বিষয়টি জানিয়েছেন।অভিযোগ পেয়েছি। আমরা পৌরসভার পক্ষ থেকে ব্যবস্থা নিচ্ছি"। খোদ সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে এহেন অভিযোগ ওঠায় জোর বিতর্ক ঘাটালে।

civic blame

digad