ফুটপাত দখল করে ব্যবসা, বাজেয়াপ্ত জিনিসপত্র

দোকানিকে আগেও সতর্ক করেছিল পৌরসভা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-05-16 at 19.04.16

File Picture

নিজস্ব সংবাদদাতা: ফুটপাত দখল করে ব্যবসার অভিযোগ নতুন নয় মেদিনীপুর শহরে। একাধিকবার পৌরসভার পক্ষ থেকে অভিযান চললেও খুব একটা বদল ঘটেনি। এবার ফুটপাতে রাখা জিনিসপত্র বাজেয়াপ্ত করল পৌরসভা। ঘটনাটি শুক্রবার মেদিনীপুর শহরের কেরানিতলা এলাকায় ঘটে। 

ওই এলাকায় রয়েছে একটি পুরনো আলমারির দোকান। যার জিনিসপত্র সবই রাখা রয়েছে ফুটপাতে। ওই দোকানিকে এর আগেও সতর্ক করেছিল পৌরসভা। তারপরও কোন হুঁশ ফেরেনি। এদিন ফের অভিযান চালায় পৌরসভার পৌরপ্রধান, কাউন্সিলর সহ আধিকারিকরা। দোকানদারের সঙ্গে উত্তপ্ত বাক্যলাপ শুরু হয় পৌরপ্রধানের। তিনি ঘুরে দেখেন কতটা এলাকা জুড়ে দখল করে নেওয়া হয়েছে ফুটপাত। এরপরই পৌরসভা থেকে ডাকা হয় ট্রাক্টর। 

তবে ট্রাক্টর আসার আগেই ওই দোকানি বেশ কিছু মালপত্র নিজেই সরিয়ে দেন ফুটপাত থেকে। বাকি মালপত্র যা ছিল ফুটপাতের উপরে সেগুলি বাজেয়াপ্ত করে। বুঝতে পেরে ওই ব্যবসায়ী নিজের ভুল স্বীকার করে পরবর্তী দিনে এ ধরনের কাজ করবেন না বলে জানান। আগেও তিনি এই ধরনের আবেদন জানিয়েছিলেন বলে জানান পৌরপ্রধান। তারপরও তিনি বদলাননি। ফলে ফুটপাতে থাকা আলমারি সহ অন্যান্য জিনিসপত্র ট্রাক্টরে লোড করেন পৌরসভার কর্মীরা। 

WhatsApp Image 2025-05-16 at 19.04.15

অনেক অনুরোধের পর পরবর্তী দিনে এই ভুল হবে না জানিয়ে মুচলেকা দিয়ে জিনিসপত্র ফেরত পান ওই দোকানি। পৌরপ্রধান সৌমেন খান জানিয়েছেন, "মানুষের যাতায়াতের সুবিধার্থে রাস্তায় ফুটপাত করা হয়েছে। এর আগেও অভিযান চালিয়ে সবাইকে সতর্ক করা হয়েছিল। তাতে অনেকেই সরিয়ে নিয়েছেন জিনিসপত্র। তবে দু-একজন এখনও ফুটপাতের উপর জিনিসপত্র রেখেই ব্যবসা করছেন। তাঁদের মধ্যেই একজন হচ্ছেন আলমারি বিক্রেতা। তাই এদিন তাঁর জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয়”।